বাকেরগঞ্জ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন শুরু , ”কারেন্ট জালসহ ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণ প্রতিরোধ“
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল দিয়ে জাটকাসহ অন্যান্য মাছের ডিম, লার্ভা ও পোনা রক্ষায় নিষিদ্ধ ঘোষিত মৎস্য আহরণ উপকরণ বন্ধে বাকেরগঞ্জ উপজেলায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে ২০ ফেব্রয়ারী, ২০২২ পর্যন্ত চতুর্থ ধাপে বাকেরগঞ্জ উপজেলায় বেহুন্দি জাল, কারেন্ট জাল ও ক্ষতিকর মৎস্য আহরণ উপকরণ সমূহ প্রতিরোধসহ কার্যকরিভাবে বন্ধে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রথম পর্যায়ে গত ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে ০৫ জানুয়ারি ২০২২ খ্রি. ও দ্বিতীয় ধাপে ১৪ জানুয়ারী, ২০২২ থেকে ২১ জানুয়ারী, ২০২২ পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে এ ধরণের অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক কারেন্ট জাল ও বেহুন্দি জালসহ বিভিন্ন ধরণের নিষিদ্ধ এবং ক্ষতিকর মৎস্য উপকরণ বাজেয়াপ্ত করে উপজেলা মৎস্য দপ্তর। এ অভিযান আগামী জুন মাস নাগাদ এ অভিযান অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস